বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার 

মিরসরাইয়ে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের পুকুর থেকে ফরহাদুল ইসলাম মুন্না (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। 


বিজ্ঞাপন


মুন্না উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মো. হান্নানের বড় ছেলে।

মুন্নার স্বজন মো. নুরুল করিম জানান, শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি মৃগীরোগে ভুগছিলেন। তার পায়ে থাকা স্যান্ডেল সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের লোকদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল ৪টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ফরহাদুল ইসলাম মুন্না নামের এক যুবক পুকুরে ডুবে গেছে এমন খবরে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে মুন্না মৃগীরোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর