সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মার এক বাঘাইড় মাছ বিক্রি হলো ৭২ হাজার ৮০০ টাকায়

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

পদ্মার এক বাঘাইড় মাছ বিক্রি হলো ৭২ হাজার ৮০০ টাকায়

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে এক বিশাল বাঘাইড় মাছ, যার ওজন ৫২ কেজি। এ মাছটি টাঙ্গাইলের এক ক্রেতার কাছে নিলামে বিক্রি হয়ে ৭২ হাজার ৮০০ টাকায়। মাছটি পাওয়ার পর স্থানীয় আড়তে নিলাম অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি বিক্রি করা হয়।

রোববার (১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এটি প্রথমে আড়তদার হালিমের আড়তে বিক্রি করা হয় এবং পরে নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকায় ৬৭ হাজার ৬০০ টাকায় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট কিনে নেন। এরপর তিনি মাছটি টাঙ্গাইলে একজন ক্রেতার কাছে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করেন, যার মোট মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৮০০ টাকা।


বিজ্ঞাপন


এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব জানান, ‘পদ্মা নদী থেকে বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে বলে শুনেছি। যদিও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই মাছ কেনা-বেচায় বিধিনিষেধ রয়েছে, তবে মৎস্য বিভাগের আওতায় এর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’

এই ঘটনা পদ্মা নদীর মৎস্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়েও আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে এর আইনগত দিক নিয়ে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর