সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদকের পাওনা টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে ইয়াবা ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য মো. শাহাবুদ্দীন (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরি।

নিহত মো. শাহাবুদ্দীন কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতারপাড়া গ্রামের এমদাদ মিয়া ওরফে টুক্কুর ছেলে।

আরও পড়ুন

টেকনাফের তিন মাদক কারবারির সম্পদ ক্রোক

স্থানীয়দের বরাত দিয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাজেশ বড়ুয়া জানান, ইয়াবা ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য শাহাবুদ্দিনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার মোস্তাক আহমেদের ছেলে আনসার উল্লাহ। মোটরসাইকেলযোগে বালুবাসা এলাকার একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে আনসার উল্লাহসহ অন্তত ৫/৬ জন দলবদ্ধ হয়ে এলোপাতাড়ি কোপায় শাহাবুদ্দিনকে। হামলা না চালিয়ে ছেড়ে দেয়ার জন্য শাহাবুদ্দিনের বাবা এমদাদ মিয়া অনুরোধ জানালে উল্টো হামলার তীব্রতা বাড়িয়ে দেয় আনছারের লোকজন। পরে  এমদাদ মিয়া নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাইলে রাতেই গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরি জানান, আর্থিক লেনদেনের জেরে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় শাহাবুদ্দীন নামের এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর