সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

সুন্দর ও চিকন হতে চেয়ে মসজিদের দানবাক্সে চিঠি

রাজশাহীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক পিএম শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে, দুপুর ১২টার দিকে নগরীর সাধুর মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় চন্দ্রিমায় যাওয়ার পথে স্থানীয়রা তার পথরোধ করে। 


বিজ্ঞাপন


আটক পিএম শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এছাড়াও তিনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ। সবশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর সাধুর মোড় এলাকায় শফিকুলের পথরোধ করে স্থানীয় কিছু যুবক। পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় অধ্যাপক শফিকুল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ লোকজনের কাছ থেকে অধ্যাপক শফিকুল ও সোদকে উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায়। অধ্যাপক শফিকুল ও সোদের বিরুদ্ধে আমাদের থানায় কোনও মামলা নেই। শফিকুলের বিরুদ্ধে তার নিজ এলাকা বাগমারা থানায় কোনও মামলা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর