জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, সনাতনী ভাইয়েরা আমাদের আত্মীয়। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।
আব্দুল আলীম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নায়ক ইসকন। আসুন সনাতনী ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধভাবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করি।
বিজ্ঞাপন
এ পথসভায় বক্তারা ইসকন নিষিদ্ধের দাবির সঙ্গে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন ও জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।
প্রতিনিধি/ এমইউ