শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৬ জন

জেলা প্রতিনিধি,  বরগুনা
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম

শেয়ার করুন:

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৬ জন

কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই অনলাইন ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বরগুনায় ২৬ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ: ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ওই ২৬ তরুণ-তরুণীর কৃতিত্ব এবং আগামী দিনে তাদের কর্মজীবনে সাফল্য কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. ইব্রাহিম খলিল।

মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে এসব তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকরা খুশিতে আত্মাহারা হয়ে কান্না করে দেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল। এ সময় টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সব পরীক্ষায় (মাঠ, লিখিত, ভাইবা) উত্তীর্ণদের মেধাভিত্তিক প্রথম ২৬ জন এবং অপেক্ষামান আরও তিনজনের নাম ঘোষণা করা হয়।

বরগুনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জেলার দুই হাজার ৪২৩ জন প্রার্থী টিআরসি পদে আবেদন করেছেন। প্রার্থীদের মধ্যে ১ নভেম্বর ১ হাজার ৮১৮জন প্রার্থী উপস্থিত হলে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ১৬৭ জন প্রার্থীকে যোগ্য হিসেবে বাছাই করা হয়। ২ ও ৩ নভেম্বর দুই ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হলে ২২ নভেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৫৪ জন প্রার্থী। পরে ২৯ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে অংশগ্রহণকারী ২৫৪ জন প্রার্থীর মধ্যে ৫৩ জন প্রার্থী কৃতকার্য হন।


বিজ্ঞাপন


বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। অনলাইন আবেদনের ১২০ টাকা খরচে তাদের নির্বাচিত করা হয়েছে। আমি আশা করছি যে নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের সেবা করবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর