শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সিলেটে পর্যটকবাহী বাস খাদে

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

সিলেটে পর্যটকবাহী বাস খাদে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে একটি পর্যটনবাহী বাস টিলা থেকে নিচের খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নগর এক্সপ্রেসের একটি মিনিবাস ২৩ জন যাত্রী নিয়ে সিলেটের ভাতালিয়া বড়বাড়ি থেকে জাফলংয়ের উদ্দেশে রওনা দেয়।

বাসটি জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছলে গাড়ি পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু পাহাড়ি টিলা থেকে যাত্রীসহ আনুমানিক ১০ মিটার নিচে পড়ে যায়। যাত্রীদের মধ্যে একজন হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একজন অজ্ঞান ও কয়েকজন হালকা চোট পেয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী রাকিবুল হাসান রাকিব বলেন, ‘আমরা সিলেট নগরের ভাতালিয়া থেকে এসেছিলাম ঘুরতে। এখানে আসার পর চালক পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। আলহামদুলিল্লাহ তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।’

জাফলং টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। বাসে থাকা কয়েকজন হালকা চোট পেয়েছেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর