নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মো. মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. মুক্তার হোসেন (৩২) দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি পানি খেতে নিচে নামেন। পানি পান করে ট্রেনে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি পানি পান করতে নিচে নামেন। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস