শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ঢাকা

পিরোজপুরে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র-জনতার ব্যানারে তৌহিদি মুসলমানসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এসময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পরে পিরোজপুরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় সমাবেশ হয়।


বিজ্ঞাপন


পিরোজপুর সদর শহরের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এসময় বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

আরও পড়ুন

সাদুল্লাপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

এসময় বক্তারা বলেন, ইসকন নিষিদ্ধের দাবি ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুতই করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে।

আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকনের নামে ভারতীয় আগ্রাসনবাদ আমাদের দেশে সম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইসকন নিষিদ্ধের দাবি করছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর