শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করেই ঢাকায় ফিরে গেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। গতকাল রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা তাকে বাধা দেন।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে ট্রেজারার যোগদানের চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তাকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদান করতে দেননি। তারা রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে থাকার সময় আবু হেনা মোস্তফা কামাল খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
এর আগে, সেনাকর্মকর্তা ও দুর্নীতির দায়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ করায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা মেইনগেট আটকে গ্রাউন্ডফ্লোরে অবস্থান নেন।
বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩ শিক্ষক স্বাক্ষরিত ট্রেজারারের নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদলিপি প্রদান করেন এবং কর্মচারীরা বিকাল তিনটায় মানববন্ধন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন ট্রেজারার মঙ্গলবার রাত ৮টার দিকে যোগদান করতে আসেন, তবে সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে যোগদান করতে পারেননি। তবে বুধবার দুপুরে তিনি মন্ত্রালয়ে যোগদান করেছেন বলে একটি ডকুমেন্ট আমার ওয়াটসঅ্যাপে পাঠিয়েছেন।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি