বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৭ লাখ টাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর শিল্পপতির ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় দু রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।


বিজ্ঞাপন


thumbnail_Messenger_creation_58DBE9DA-923B-48B7-9387-2779BD8DB4EC

বুধবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোর রাতে দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারাল ছুরি ছিল। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে। তখন তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত এক সঙ্গে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারি থেকে আরও স্বর্ণালংকারসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারি ভেঙে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হানপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন


thumbnail_Messenger_creation_2588F833-5254-45E6-825E-3824DB6582A8

আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। চেষ্টা করছি ডাকাতদের শনাক্ত করার।

thumbnail_Messenger_creation_12F42D21-EA01-44B7-B552-CB7FDA2D2661

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর