শেরপুরের নকলার নয়াবাড়ী এলাকায় নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান (৩) নামে এক শিশু মারা গেছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবর রহমান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
নিহত হৃদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, শিশুদের তিন চাকার সাইকেল চালানোর সময় হৃদয় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হৃদয়ের নানা পুকুরে সাইকেল ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে হৃদয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তারা আরও জানায়, হৃদয় হাসানের বাবা দেলোয়ার হোসেন ও তার মা ঢাকায় এক গার্মেন্টসে চাকরি করেন। চাকরির সুবিধার্থে তাদের সন্তানকে কয়েক দিন আগে তার নানা বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় রেখে যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবর রহমান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস