বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জাল পাতা ও চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ৮ জন আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

জাল পাতা ও চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ৮ জন আহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাছ ধরার সুতি জাল পাতা ও জাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের পূর্বপাড়ায় হেলাল শেখের সঙ্গে একই গ্রামের সোহেল খন্দকারের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের মধ্যে খালের মুখে সুতি জাল পাতাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। পরে রোববার (২৪ নভেম্বর) রাতে খালের মাথায় পাতা হেলাল শেখ সমর্থিত হাসান কাজীর সুতি জাল চুরি হয়ে যায়। এতে হাসান কাজী প্রতিপক্ষ সোহেল খন্দকার, ও জাকির খানকে সন্দেহ করে।

আরও পড়ুন

‘আমাগো বিনা সুদে ঋণ দিবো কইয়া ঢাকায় নিয়া গেছে’

এর জেরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলাল শেখ সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের জাকির খান, বাবর খান, তৈয়েব খান ও জিয়া খানসহ কয়েকজনকে ঘিরে ফেলে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এতে অন্তত ৮ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক আহত তৈয়ব খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন।

তবে অভিযুক্ত হেলাল শেখসহ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, আহত তৈয়েব খানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর