টাঙ্গাইলের বাসাইলে ৪ ক্লিনিক মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবেশ ছাড়পত্রসহ আয়কর ইত্যাদি কাগজ না থাকায় ৪টি মামলায় চার ক্লিনিক মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারমধ্যে মনি ক্লিনিক ১০ হাজার, বিল্লাল ক্লিনিক ৫ হাজার, খান ক্লিনিক ৫ হাজার ও একতা ক্লিনিককে ৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষে এই অভিযান চালানো হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস