বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

টেকনাফ সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের টেকনাফ সাগরে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর দুই শিশুর  মরদেহ উদ্ধার করা  হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো,  টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

Messenger_creation_21E6038F-0BE1-44B0-AFD8-3DA32718446C

এর আগে রোববার বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। এক পর্যায়ে তারা সাগরে গোসল করতে নামে। এতে স্রোতের টানে ভেসে যায় তিন শিশু। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে নুর কামাল নামে ১০ বছরের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। তখন থেকে নজরুল আর বাবুল নিখোঁজ ছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

Messenger_creation_ACABA1BF-78B4-410E-B139-185638B83744

ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর অন্ধকার ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বজনরা নিজেদের মতো করে সন্ধান অব্যাহত রেখেছিল। এক পর্যায়ে সোমবার সকালে লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশকে জানায়। দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন