বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। একটি পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। আইন-আদালত ছিল, কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো। র্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না, বরং র্যাব-পুলিশের আতঙ্কে কেউ ঘরে ঘুমাতে পারেনি। গুম, খুন, হত্যা, মামলা, হামলা, গ্রেফতারের সমার্থক শব্দে পরিণত হয়েছিল র্যাব ও পুলিশ।
নয়ন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে অসংখ্য বিএনপি নেতা-কর্মীকে গুম ও হত্যা করেছে। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। অসংখ্য গায়েবি মামলা দেওয়া হয়েছে।
এ যৌথ কর্মীসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, সদস্যসচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুনীলসহ অন্যান্যরা বক্তব্য দেন।
প্রতিনিধি/ এমইউ