শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

আরও পড়ুন

চকরিয়ায় সড়কে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে দুজন উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি বলে জানান ওসি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর