নরসিংদীর রায়পুরায় ফসলের জমি থেকে কামরুজ্জামান(২২) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে ফসলের জমি থেকে বিদ্যুৎতিক মটর কিংবা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লোচনপুরা-বোয়ালমারা পিঁয়াজ ক্ষেতে বৈদ্যুতিক খুঁটির পাশে তার কাটার মেশিন, হাত গ্লাভস পরা লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক এবং দ্রুত এ খবর চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় শনাক্ত করে পুলিশ ঝামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। বেলা সাড়ে ১১ টায় থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার উপ পরিদর্শক মো. শফিউল্লাহ বলেন, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য নিয়ে কাজ করছি পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

