বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

খামার কর্মীকে খুন করে গরু লুট, অজ্ঞাতদের আসামি করে মামলা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

খামার কর্মীকে খুন করে গরু লুট, অজ্ঞাতদের আসামি করে মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর কালীদহে ভূঞা ডেইরি ফার্মের কর্মচারীকে খুন করে ৩টি গরু লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ নভেম্বর) খামার মালিক মো. মামুন উদ্দিন ভূঞা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

নিহত খামার কর্মচারীর নাম মো. ইয়াছিন সোহাগ (২১)। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড় বাড়ির আবদুস সামাদের ছেলে। তিনি গত ১৫ বছর ধরে এ খামারে কাজ  করতেন।

thumbnail_IMG_20241121_110954

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের কালিপাল এলাকার ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। এসময় খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পাশ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্ত দলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


খামার মালিক মো. মামুন উদ্দিন ভূঞা বলেন, রাতে চিৎকার শুনে ঘুম থেকে উঠে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুজন দুর্বৃত্ত বিভৎসভাবে কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হওয়ার আগেই একটি ট্রাক নিয়ে অন্তত ১২-১৪ জনের দুর্বৃত্তের দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

নেত্রকোনায় দুই সাংবাদিককে জিম্মি করে মারধর, মুক্তিপণ আদায়

মো. সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, সোহাগ খুব সৎ মানুষ। গত ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে তিনি এ খামারে কাজ করছিল। দুর্বৃত্তরা বিভৎসভাবে কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

thumbnail_IMG_20241121_112634

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গরু খামারের ঘটনায় খামারের মালিক অজ্ঞাতদের আসামি করে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বন্যার পর ফেনীতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার কারণে চুরি ছিনতাই বেড়েছে। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ টহল জোরদার করা হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সতর্ক ও স্বোচ্চার থাকার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর