চট্টগ্রামের মিরসরাইয়ে আট পা, দুই মাথা, চার কান নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের রহমতপুর গ্রামের কৃষক গোলাম হোসেনের একটি গাভী এমন ব্যতিক্রমী বাছুর প্রসব করে।
বিজ্ঞাপন
বাছুরটি দেখতে ওই বাড়িতে ভিড় জমায় গ্রামবাসী। তবে জন্মের পরপরই বাছুরটি মারা যায়। গাভীটি সুস্থ রয়েছে বলে জানান কৃষক গোলাম হোসেন।
গোলাম হোসেন জানান, ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল, স্থানীয় করিম ও মোচন ত্রিপুরার সহযোগিতায় আড়াই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর মৃত অবস্থায় বাছুরটি ডেলিভারি করা হয়।
স্থানীয়রা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের গরুর বাচ্চা তারা আগে কখনও দেখেনি। গরুর এমন বাছুর জন্মাতে পারে তারা স্বপ্নেও ভাবেননি।
ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ জানান, বাছুরটি দেখতে আজব মনে হলেও গাভী গরুর পেটে এমন অস্বাভাবিক আকৃতির বাচ্চা জন্ম নেয়ার কারণ সাধারণত জেনেটিক ত্রুটি, ভাইরাস সংক্রমণ বা পুষ্টির ঘাটতির কারণে হতে পারে। বিশেষ করে কিছু ভাইরাস যেমন বাভাইন ভাইরাল ডায়রিয়া (বিভিডি) বাবুটাং ভাইরাস গরুর গর্ভের বাচ্চার বিকৃতির জন্য দায়ী হতে পারে।
তিনি আরও বলেন, সাধারণত এ ধরনের বিকলাঙ্গ বাচ্চার ৮০ শতাংশই প্রসবের আগে মৃত অবস্থায় থাকে। তবে গাভীটি সুস্থ রয়েছে।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, করেরহাট এলাকায় এক কৃষকের গাভী আট পা, দুটি মাথা, চার কান নিয়ে একটি বাছুরের জন্ম দিয়েছে বলে শুনেছি। সাধারণত জেনেটিক ত্রুটি বা বংশগত সমস্যার কারণে এটা হতে পারে।
প্রতিনিধি/এসএস

