শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে বিএনপি পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা ঘটেছে। আগামীর গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার সিংহেরহাটি মাঠে কনকসার ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। তবে ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনার যে ষড়যন্ত্র চলছে তা কখনই সম্ভব হবে না।
এর কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে থাকবে না। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন নিশ্চিত হয়েছে এদেশে। এছাড়া বাংলাদেশে আর কোনো ফ্যাসিষ্ট সরকারের উদ্ভব হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা।
বিজ্ঞাপন
কর্মী সভায় দলীয় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ১৬ বছরে বিএনপির প্রায় ছয় হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ফলে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
এসময় তিনি বলেন, শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত নতুন সরকার গঠন করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরাসহ স্থানীয় নানা শ্রেণির পেশার মানুষ।
এর আগে দুপুর থেকেই উৎসবমুখর পরিবেশে দলীয় নানা ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে কর্মী সভায় যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় দীর্ঘ ১৭ বছর পরে উন্মুক্ত ও বাধাহীন পরিবেশে কর্মী সভায় ঢল নামে তৃণমূল নেতাকর্মীদের। পরে সভায় একে একে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস