শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

ভূমিকম্পে কাঁপল রংপুর, উৎপত্তিস্থল সদরেই

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে কাঁপল রংপুর, উৎপত্তিস্থল সদরেই

রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে ৩ দশমিক এক মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল মাত্র ২৭ সেকেন্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, রংপুর সদরেই ভূমিকম্পের উৎপত্তি ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা।


বিজ্ঞাপন


তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর