বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

উপজেলা প্রতিনিধি, ঢাকা (ধামরাই)
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হন বুধবার। এ ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সড়ক আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু

ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

এর আগে, গতকাল বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত


বিজ্ঞাপন


রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর