চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমির দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত আব্দুস সাত্তার বেগপুরের মৃত মঞ্জুর হোসেনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে উপজেলার বেগপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম গ্রুপ ও সাইদুর রহমান গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। আতহদের মধ্যে ছয়জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান আব্দুস সাত্তার। তিনি রফিকুল ইসলাম গ্রুপের সমর্থক ছিলেন।
ওসি খায়রুল বাসার আরও বলেন, ঘটনার পর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেফতার দেখানো হবে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ