বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ

যাত্রীদের কাছ থেকে চাহিদা মতো টাকা না পেয়ে বিতণ্ডার জেরে কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়েছে কয়েকজন হিজড়া। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। 

ঢাকা থেকে সিলেটগামী ওই ট্রেনটি বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে থাকে। যেসব যাত্রী তাদেরকে টাকা দিচ্ছিল না, তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এ নিয়ে ট্রেনের মধ্যে হিজড়া ও যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মের বদলে বিপরীত দিকে ট্রেন থেকে নেমে হামলা চালায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় যাত্রাবিরতি দেয়। ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে, এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর