চাঁদপুরের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে শাহারাস্তির রিভারভিউ কফি হাউজে আমেরিকার প্রবাসী মতলব সমিতি ইন্ ক-এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইন্ ক-এর সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
বিজ্ঞাপন
সাংবাদিক মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, দৈনিক সমকাল প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ।
নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এটি মতলবের যাঁরা আমেরিকায় বসবাস করেন, তাদের সংগঠন ‘আমেরিকা প্রবাসী মতলব সমিতি’-এর ভাইয়েরা আবারও প্রমাণ করলেন। সাধারণত, বন্যার সময় মানুষ চিরা, গুড়, মুড়ি, ডাল, চাল, তেল, লবন ইত্যাদি নিয়ে হাজির হয় সাহায্য করার জন্য। কিন্তু মতলবের এই ভাইয়েরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের ঘর-বাড়ি মেরামতের জন্য পরিবার প্রতি ২০ হাজার টাকা নগদ সহায়তা দিচ্ছেন বিনা স্বার্থে।
বিজ্ঞাপন
আমরা মতলবের এই প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞ, কারণ সাধারণত বন্যা পরবর্তী সময়ে কেউ কাউকে তেমন মনে রাখেন না। অথচ এই ভাইয়েরা আমাদেরকে মনে রেখেছে এবং শাহারাস্তির বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পুনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছে। আমরা দোয়া করি, তারা যেনো অসহায় ও দরিদ্রদের জন্য এভাবেই কাজ করে যেতে পারে।
প্রতিনিধি/একেবি