ঝালকাঠির রাজাপুরে পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷
বিজ্ঞাপন
নিহত মাহফুজ মোল্লা ওই এলাকার লিয়াকত মোল্লার ছেলে৷ বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মাহফুজ মোল্লা সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ৷
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস