ফেনী শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ফেনী শহর থেকে তাকে গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হতাহতের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
তসলিম শিক্ষকতার পাশাপাশি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ওই ইউনিয়নের চরহুজুরী গ্রামের আজিম হাজী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মহিপাল হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি গিয়াস উদ্দিন তসলিমকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেফতারকৃত তসলিম ফেনী মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় ৫নং এজহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/জেবি