সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে ২৮ দশমিক ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে ২৮ দশমিক ১ শতাংশ

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর, চট্টগ্রাম বন্দরে মোট আট লাখ ৩০ হাজার ৫৮২টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যার মাধ্যমে রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৬৪৩দশমিক৮৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২১দশমিক৮৫ শতাংশ বেশি এবং রাজস্ব বৃদ্ধির হার ২৮ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। শহীদ মোদশমিক ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরটি গত বছরের তুলনায় ৭৬ হাজার ৯৮৬টি কনটেইনার বেশি হ্যান্ডলিং করেছে, যা ১০ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, গত ১৬ জুলাই চট্টগ্রাম বন্দরে ৪৫দশমিক৫ হাজার কনটেইনার স্থিত ছিল, যা বন্দরের ধারণক্ষমতার প্রায় ৮৫ শতাংশ। তবে পদ্ধতিগত উদ্ভাবনের মাধ্যমে বর্তমানে কনটেইনারের সংখ্যা কমিয়ে ৩৪ হাজারে নিয়ে আসা হয়েছে এবং জাহাজের অপেক্ষা সময় ৬-৮ দিন থেকে কমিয়ে এক দিনে আনা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দরের আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন সম্পর্কেও কথা বলেন বন্দর চেয়ারম্যান। তিনি জানান, বন্দরের ৮০ শতাংশ কাজ এখন ডি-নথি পদ্ধতিতে সম্পাদিত হচ্ছে, যা সরকারের পত্র ও নথি আদান-প্রদানকে আরও সহজ ও দ্রুত করেছে।

এছাড়া, বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচম্যানের শারীরিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং পণ্য সরবরাহকারী লাইফ বোটগুলোতে বিশেষ সিস্টেম সংযোগ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত বর্জ্য অপসারণ ও নাব্যতা বৃদ্ধির জন্য ১দশমিক৩৭ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পটি ২০২৫ সালের জুনে সমাপ্ত হবে।


বিজ্ঞাপন


বন্দর ব্যবস্থাপনায় সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৩টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যার সুফল ইতিমধ্যে বন্দর ব্যবহারকারীরা পাচ্ছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর