মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভুশ্চি মুজিবনগর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত যুবকের নাম ফারুক হোসেন (৩২)। তিনি ভুশ্চি মুজিবনগর এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে। পেশায় অটোরিকশা চালক ফারুকের দেড় বছরের একটি ছেলে রয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গতকাল (১৭ নভেম্বর) রাতে আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল এবং শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি মো. শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর