বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে আব্দুল মুমিন (২৮) নামের এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তার বন্ধু রাজুর বিরুদ্ধে। সোমবার (১৮ নভেম্বর) কানাইঘাট বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। 

মুমিন ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত রাজু যুবদলের রাজনীতিতে যুক্ত।


বিজ্ঞাপন


তিনি পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট বাজার পয়েন্টে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন রাজু। মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর