বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. আক্তারকে (৩৫) ১৫ দিন এবং সুমন শেখকে (২৮) ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ।

আরও পড়ুন

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ফসল উৎপাদনে ক্ষতি ২০ কোটি

দণ্ডপ্রাপ্ত মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মণ্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে।

এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub