বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাচোল রেল স্টেশন এলাকায় ককটেল বিষ্ফোরণে আহত ৩, আটক ৬

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ এএম

শেয়ার করুন:

loading/img

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল স্টেশন এলাকায় ককটেল হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ৩ জন আহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা দুর্বৃত্তদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল রেল স্টেশন এলাকায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নাচোল রেল স্টেশন এলাকার রজব-সিফাত-জসিমের জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে দুদিন ধরে একপক্ষ আরেক পক্ষের লোকজনকে মারধর করে। এরই জেরে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫ জনের একদল সন্ত্রাসী নাচোল রেল স্টেশন এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। এতে অন্তত ৩ জন আহত হয়। এসময় স্থানীয় জনতা মাইকে ঘোষণা দিয়ে জমায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পারাবারিক বিরোধের জেরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub