হেমায়েতপুরের পর এবার পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পাবনা শহরে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) রাতে পাবনা বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরে ওরিন নামে এক যুবকের হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে তুষারকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ

