মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

টেকনাফে অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের অপহরণ চক্রের অন্যতম হোতা বদরুদ্দোজাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৭ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, বদরুদ্দোজার কাছ থেকে একটি বন্দুক, দু’টি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দু’টি কিরিচ, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বদরুদ্দোজা দীর্ঘ দিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ও অপহরণ চক্রকে পরিচালনা করে আসছিলেণ। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, বদরুদ্দোজা খুবই ধূর্ত প্রকৃতির এবং ভয়ঙ্কর। সে বারবার স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর