বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুরের সাংবাদিক বকুল মারা গেছেন

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি, শ্যামলবাংলা ২৪ডটকমের সিনিয়র বার্তা সম্পাদক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল (৫২) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফতুল্লায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ বলেন, রাতে সহকর্মী বকুল বুকের ব্যথা নিয়ে শ্রীবরদী হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসক ইসিজি রিপোর্ট দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। দ্রুত ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে ফুলপুরের কাছাকাছি গেলে তিনি মারা যান। এদিকে বকুল স্ত্রী, তিন কন্যা রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ রোববার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটায় গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক বকুলের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শ্যামলবাংলা ২৪ডটকম পরিবারসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন