নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে চোর সন্দেহে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ফজলুর রহমান (৫০), খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে এবং খিদিরপুর বাজারের মুদি ও কাচামাল ব্যবসায়ী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমানকে দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়ির অটো রিকশা চুরির অভিযোগে আটক করে এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। নিহতের লাশ পল্লবী গ্রামে খোকা মিয়ার পুকুর পাড়ে ফেলে রেখে যায় আমির হোসেন।
ফজলুর রহমানের পরিবার দাবি করেছে, তার কোনো সময় চুরির সঙ্গে সম্পর্ক ছিল না। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবার জানায়, তার কোনো শত্রুও ছিল না। এখন এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ কী তা জানা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার কারণ তদন্তে নেমেছে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ‘চোর সন্দেহে ফজলুর রহমানকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি