বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘দেশকে পরিবর্তন করতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক’

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

‘দেশকে পরিবর্তন করতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ-চরিত্রবান হয়, তাহলে ছাত্রও সৎ চরিত্রবান হবে। একটি দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। এই সুশিক্ষিত নাগরিক তৈরির কারিগর হলেন শিক্ষকগণ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীতে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামি শিক্ষা ব্যতীত সততা সত্যবাদিতা নিষ্ঠা আন্তরিকতা সৃষ্টি অসম্ভব। আল্লাহর প্রথম বাণীই হলো পড়। নবী মুহাম্মদ (সা.) কে তিনি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেছেন,  হুআল্লাজি বা সা ফিল উম্মিইনা রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি অ ইউ যাক্কিহিম অ ইউ আল্লিমুহুমুল কিতাবা অল হিকমাতা অর্থাৎ তিনিই আল্লাহ যিনি উম্মতের জন্য রাসুলকে প্রেরণ করেছেন আর তিনি আয়াত তেলাওয়াত করে শুনান আর কিতাবের জ্ঞান শিক্ষা দেন এবং আমাদেরকে পরিশুদ্ধ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চল শিক্ষক ফেডারেশন সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এখন পাঠ্যপুস্তক নজরুল, ফররুখ, শেখ সাদি, মুজতবা আলী বা আলিম উদ্দিনের লেখা ছড়া কবিতা প্রবন্ধ দেখা যায় না। হিন্দু ধর্মের লেখকদের কবিতা প্রবন্ধ দিয়ে পরিপূর্ণ। আমাদের জাতিকে হিন্দুয়ানীসহ বিজাতীয় শিক্ষা সংস্কৃতির লালন করা হচ্ছে। এমনকি মাদরাসা আর স্কুলের বই একই করে দেওয়া হয়েছে।
  
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা। সম্মেলনে সভাপতিত্ব করেন মাষ্টার নজমুল আলম উপস্থাপনা করেন মোখলেছুর রহমান।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর