সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিমালয়ের ঠান্ডায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

হিমালয়ের ঠান্ডায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি এখন শীতের প্রকোপে ধুঁকছে। বিশেষ করে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং ঘন কুয়াশা তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমিয়ে দিয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬দশমিক২ ডিগ্রি সেলসিয়াস। এই শীতের মাত্রা দিন দিন বাড়ছে, বিশেষ করে রাতে এবং সকালে শীতের অনুভূতি তীব্র হয়ে উঠছে। এতে, গ্রাম-গঞ্জের মানুষ শীতজনিত বিপদের হাত থেকে রক্ষা পেতে গরম কাপড় পরিধান শুরু করেছে।


বিজ্ঞাপন


তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে প্রতিদিনই প্রচণ্ড কুয়াশা পড়ছে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করছে। তেঁতুলিয়ার স্থানীয়রা জানিয়েছেন, শীতের কারণে তারা অনেকেই লেপ-কাঁথা বের করেছেন এবং শীতের পোশাক পরে দিনের কাজ করছেন।

এদিকে, দিনের বেলা সূর্যের আলো মিললেও তাপমাত্রা বাড়ছে না। এর ফলে, শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। হাসপাতালে বহির্বিভাগে শীতজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। এই আবহাওয়ার কারণে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, ‘হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। ভবিষ্যতে তাপমাত্রা আরও কমতে পারে।’

shit-s


বিজ্ঞাপন


এছাড়া, এ ধরনের ঠাণ্ডার কারণে শীতজনিত অসুস্থতা এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর