যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফলে ৭১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩২ জন ফেল থেকে পাস করেছেন এবং ১৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আরও কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উন্নতি লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। যশোর শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ থেকে জানা গেছে, এই ৭১ জনের মধ্যে ১৭ জন আগে এ প্লাস (A+) পেয়েছিলেন, তারা এখন নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন। ৩২ জনের ফল পরিবর্তিত হয়েছে ফেল থেকে পাস হিসেবে এবং বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞাপন
এ বছর, ৬৬ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তারা মূল ফলাফলে অসন্তুষ্ট ছিলেন, যার ফলে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন ইংরেজি বিষয়ে ছিল।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর মর্জিনা আক্তার জানান, "নম্বর যোগফল গণনার কারণে ফলাফল পরিবর্তিত হয়েছে। পরীক্ষার খাতা পুনরায় নির্ধারিত পরীক্ষকরা মূল্যায়ন করেছেন এবং কিছু খাতায় গণনার ভুল ছিল, যার কারণে ফলাফলে পরিবর্তন এসেছে।"
তিনি আরও বলেন, "আবেদনকারীদের মধ্যে ৩২ জন প্রথমে ফেল করেছিলেন, কিন্তু পুনর্মূল্যায়নের পর তারা পাস করেছেন। পুনর্নিরীক্ষণের জন্য অভিজ্ঞ পরীক্ষকরা নিয়োগ দেওয়া হয়েছিল এবং যাদের খাতায় ভুল ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এই বছর, যশোর বোর্ডে মোট ১ লাখ ২২ হাজার ৫১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৭৮ হাজার ৭৬৪ জন পাস করেছেন। যশোর বোর্ডের গড় পাশের হার ছিল ৬৪.২৯ শতাংশ। তবে, ইংরেজি বিষয়ে ৩১ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এইউ