সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এম সাখাওয়াত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টার সমবেদনা

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. আব্দুল্লাহ’র বাড়িতে উপস্থিত হয়েছেন নৌ-পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেনাপোল বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি আব্দুল্লাহর মৃত্যুর খবর পান। এরপর তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।


বিজ্ঞাপন


উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন নিহত আব্দুল্লাহর মামা ইসরাইল সর্দার ও বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি আব্দুল্লাহর দাফনস্থান পরিদর্শনও করেন।

এদিকে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যান আব্দুল্লাহ (২৩)। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে পুলিশি গুলিতে আহত হন আব্দুল্লাহ। তার চিকিৎসার জন্য সিএমএইচে মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আব্দুল্লাহ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছেলে। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর