বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি বেসরকারি ক্লিনিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায়কে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
দন্ডপ্রাপ্ত ক্লিনিক আরএম আধুনিক হাসপাতালকে ২০ হাজার টাকা ও বেগম রোকেয়া হাসপাতালকে ৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, লাইসেন্স নবায়ন, ডিপ্লোমা নার্স ও সার্বক্ষণিক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ক্লিনিক দুটিকে ওই দন্ডাদেশ দেওয়া হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুসাদ্দিক বিল্লাহ তামিম, সায়মন জিয়ন ও সোহাগ খান এসময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে