শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিথ্যা মামলা দিয়ে বিজিবি সদস্যকে হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

মিথ্যা মামলা দিয়ে বিজিবি সদস্যকে হয়রানির অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একাধিক মিথ্যা মামলা দিয়ে এক বিজিবি সদস্যকে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিজিবি সদস্য খাইরুল ইসলাম গণমাধ্যমের কাছে এ ব্যাপারে তথ্য তুলে ধরেছেন। তিনি উপজেলার পূর্ব পশারিবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খাইরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী জাকির হোসেনের সাথে তাদের আদা শতক জমি নিয়ে সালিস বৈঠক চলছিল। সালিশের মাধ্যমে তিনি তাদের চলাচলের পথের জন্য নিজের জমি থেকে কিছু অংশ ছেড়ে দিলেও, জাকির হোসেনের স্ত্রী শাহনাজ পারভিন একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করতে থাকেন।


বিজ্ঞাপন


খাইরুল বলেন, ‘দ্বিতীয় নারী সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাকির মেনে নিলেও, তার স্ত্রী শাহনাজ পারভিন একের পর এক মামলা করে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। মাত্র দুই বা তিন হাত জমি নিয়ে এই ধরনের মামলা দায়ের হচ্ছে, যা একেবারেই মিথ্যা।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা একাধিকবার সালিসের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু শাহনাজ পারভিন বারবার সালিশের সিদ্ধান্ত অগ্রাহ্য করে মামলা দিয়ে তাদের হয়রানি করতে থাকে।’

স্থানীয় নারী ইউপি সদস্য সালমা বেগম বলেন, ‘খাইরুল ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মারামারি বা চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। এটি কেবল প্রতিবেশীদের হয়রানি করার একটি ষড়যন্ত্র।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা, ভান্ডারিয়া থানার এসআই রেজাউল করিম বলেন, ‘আমি মামলাটির তদন্তের দায়িত্ব নিয়েছি। নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করব।’


বিজ্ঞাপন


মামলার বাদী শাহনাজ পারভিন এ বিষয়ে জানান, ‘খাইরুল ও তার পরিবারের সাথে জমি জমার বিরোধ দীর্ঘদিনের। এজন্যই আমি মামলা দিয়েছি। চাঁদাবাজি বা মারামারির অভিযোগ ঠিক কি না, তা জানি না, কিন্তু ঘটনা ঘটলেই তো মামলা হয়।’

এখন দেখার বিষয়, তদন্ত শেষ হলে আইন অনুসারে কী ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর