কুমিল্লার হোমনায় উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনের (২৫) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (২৯ মে) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলাটি করেন।
অভিযুক্ত কামাল হোসেন ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মে) রাতে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।
শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, রোববার (২৯ মে) শিশুটি বাড়িতে একা ছিল। বিকাল পৌনে ৬টার দিকে শিশুটিকে ফুসলিয়ে কামালের বাড়িতে নিয়ে শিশুটিকে কামাল ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। পরে তার মা শিশুটিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে রোববার রাতে হোমনা থানায় মামলা করেছেন। সোমবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পলাতক। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
প্রতিনিধি/এইচই