বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আড়াই হাজার কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

আড়াই হাজার কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্ৰেফতার

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ মো. আক্কাস হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর পলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র‌্যাব ও পরিবেশ অধিদফতর। এসময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বরিশালে সাবেক মেয়র সাদিকসহ ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গ্রেফতার আক্কাস হাওলাদার ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর গলী সংলগ্ন মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একইসঙ্গে জব্দ করা পলিথিন ধ্বংস করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর