বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেল চুরি, দুই পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

তেল চুরি, দুই পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা

পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে অসদুপায় অবলম্বন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুমিল্লায় দুই ফিলিং স্টেশনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তেল পরিমাপের ৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।


বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

detain-20241113103307

এসময় মেসার্স এস কে ফিলিং স্টেশনে পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মি.লি তেল কম দেওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুইটি ডিটেইন বন্ধ করে দেওয়া হয় এবং ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ফসলি জমিতে ইটভাটা, ৭৫ হাজার টাকা জরিমানা

এছাড়া মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মি.লি তেল কম প্রদান করায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয় এবং একইসঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব কে এম হানিফ, উপপরিচালক (সিএম) মো. পূজন কর্মকার, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় ও পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর