রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুর ডামুড্যার বিতর্কিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. আবু বক্কর সিদ্দিককে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাশিয়া তুল ইসলাম সোমবার (১১ নভেম্বর) স্বাক্ষরিত এক আদেশে তাকে শরীয়তপুর ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়। এবং ১১ নভেম্বর থেকে তার নিজ কর্মস্থল থেকে তাকে অবমুক্ত করেন। তবে বদলির আদেশে বদলিকৃত কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করা হয়নি।


বিজ্ঞাপন


শরীয়তপুরের ডামুড্যায় এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে নিজের অফিস কক্ষে পেটানোর অভিযোগে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসক।

এর আগে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক দোকানিকে মারপিট ও লাঞ্ছিতের অভিযোগ তুলে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী ব্যাবসায়ী সোলাইমান ফরাজী। এর পেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যলয় থেকে শরীয়তপুর জেলা প্রশাসককে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। গত বুধবার ৬ নভেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) পিংকি সাহাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

করিমগঞ্জে জাপা মহাসচিবের বিরুদ্ধে মামলা

পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক।


বিজ্ঞাপন


তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা জানান, আমাকে ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দুই পক্ষ স্থানীয়ভাবে মিমাংসা করে নেয়। তবে বিভাগীয় কমিশনার মনে করছে তাকে এখন বদলি করা লাগবে তাই তাকে বদলি করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আমি এখনও তদন্তের রিপোর্ট হাতে পাইনি, তবে দুপক্ষ স্থানীয়ভাবে মিমাংসা করে নিয়েছে। অভিযোগ পত্র উঠিয়ে নিয়েছে। আমি এখন বাইরে আছি অফিসে গিয়ে প্রশাসনিকভাবে তাকে রিলিজ দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন