সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

তিতাসের মেইন লাইন থেকে চোরাইভাবে অবৈধ গ্যাস সংযোগ নিতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়। তার মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর লাভলী সিনেমা হলের সামনের সড়কে সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সোনাপুর সিনহা গার্মেন্টসের বিপরীত পাশে লাভলী সিনেমা হলের সামনে  জসিম, জমির দালাল আ. রব, মান্নান মেম্বারের ভাতিজা মাসুম ও ম্যানেজার সেলিমের নেতৃত্বে একটি চক্র অর্থের বিনিময়ে ওই এলাকার তিতাস গ্যাসের মূল বিতরণ পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাড়ি ও কারখানায় গ্যাস সংযোগ দিয়ে আসছে। সোমবার রাতেও তারা অবৈধভাবে সংযোগ নেয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করতে গেলে তিতাসের মূল পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এসময় আগুনে পাঁচজন দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

আরও পড়ুন

গ্যাসের চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ, তিন নারীসহ দগ্ধ ৫

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে (সোমবার) নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ট্রেন ছাড়ার সময় স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম  বলেন, সোমবার রাতে গ্যাস দুর্ঘটনার ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে। কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ড ঘটেছে এমন কোনো খবর কেউ আমাদের জানায়নি। জানালে অবশ্যই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যেতাম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, কাঁচপুর এলাকায় রাতে শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনিস্টিউটে ভর্তি করা হয়।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন