সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) ভোররাতের দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেত্রকোনায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজাসহ ২ যুবক আটক

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন - নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীর পাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)। 

আরও পড়ুন: কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ৬ ছিনতাইকারী আটক


বিজ্ঞাপন


এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই দুই মাদক কারবারিকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর