শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুনিরা কীভাবে পালিয়ে গেল, জনগণ জানতে চায়: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

খুনিরা কিভাবে পালিয়ে গেল, জনগণ জানতে চায়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যারা খুন, গুম এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে, তারা কীভাবে দেশ থেকে পালিয়ে গেল—এটা দেশের জনগণ জানতে চায়।’ তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের কাছে যে, এসব অপরাধী এবং দুর্নীতিবাজরা কীভাবে ধরাছোঁয়ার বাইরে চলে গেল এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কেন নেয়া হচ্ছে না।

রোববার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মুজাহিদ কমিটি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত চরমোনাইর ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মুফতি রেজাউল করিম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।


বিজ্ঞাপন


মুফতি রেজাউল করিম বলেন, ‘আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কি কারণে খুনি, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচার আওতায় আনছে না? সরকার তো জনগণের পক্ষে থাকার কথা, সাধারণ মানুষ তাদের কাছে আশার আলো দেখছে, কিন্তু কেন তারা ভয় পাচ্ছে?’ তিনি দাবি করেন, সরকারের কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন কোন চাপ নেই, যাতে তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভয় পায়।

এছাড়া, তিনি সরকারের দুর্নীতি ও প্রশাসনিক অপতৎপরতা নিয়ে কথা বলেন। খুন-গুমের সঙ্গে যারা জড়িত, তাদের পালিয়ে যাওয়ার ঘটনা দেশের জন্য অশনি সংকেত উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে জনগণের প্রশ্ন উত্থাপন করা প্রয়োজন।’

রেজাউল করিম বলেন, ‘বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ এখন জীবিকার সন্ধানে হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যসহ সব ধরনের পণ্যের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে। সরকারকে এখন আরও শক্ত অবস্থান নিতে হবে এবং বাজারের এই অস্থিরতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ তিনি সরকারের কাছে দ্রব্যমূল্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন যে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারের আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।


বিজ্ঞাপন


তিন দিনের এই ওয়াজ মাহফিলের সমাপনী দিনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলের প্রথম দিন থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী এতে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানে প্রায় শতাধিক দেশের প্রখ্যাত আলেমগণ আলোচনায় অংশ নেন।

মাহফিলের শেষে ইসলামী আন্দোলনের নেতারা দেশে ইসলামের বাস্তবায়ন এবং শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। তারা দাবি করেন, দেশের জনগণ যদি ন্যায়ের শাসন পায়, তবে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

এই ওয়াজ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর